কবরের দুই প্রান্তে চিহ্ন রাখার জন্য কি কোন গাছ লাগানো যাবে?? অথবা কবরের চারপাশে পাকা বাউন্ডারি করা কিংবা যেকোনো প্রান্তে ফলক লাগানো যাবে?
উত্তরঃ-
কবরের পাশে বৃক্ষরোপণ করা যদিও জায়েয,তথাপি নবী কারীম সাঃ এর নিয়মিত আমল এরকম না থাকার ধরুন বৃক্ষরোপণ না করাই শ্রেয় ও উত্তম।যেখানে বৃক্ষরোপণ না করাই উত্তম,সেখানে কবরের উপর পাকা করে ঘর বানানো কি করে বৈধ হতে পারে?তবে বিশেষ প্রয়োজনে বাউন্ডারি করা যেতে পারে,যদি নিজস্ব জায়গা হয়।শরয়ী প্রয়োজন ব্যতিত বাউন্ডারি করা সম্পূর্ণ নিষেধ(দেখুনঃমুফতী তাকী উসমানী রচিত দরসে তিরমিযি-১/২৮৫)
ঠিক তদ্রূপ বিশেষ প্রয়োজনে নাম লিখাটা অত্যাবশ্যকীয় হলে লিখার অনুমিত রয়েছে।না লিখাই উত্তম।
عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ»:)ترمذى ج ص359رقم الحديث1052(
তরজমা- নবী কারীম সাঃ নিষেধ করেছন, কবরকে চুনা দ্বারা সাদা করতে, এবং তার উপর লিখতে ও তার তার উপর কোনো কিছু নির্মাণ করতে এবং বিনা প্রয়োজনে তাকে পায়ের নিচে রেখে অতিক্রম করতে।
সুতরাং উক্ত হাদিসের উপর দৃষ্টি দিয়ে ফুকাহায়ে কেরামগন বলে থাকেন.........
কবরের উপর নাম লেখা মাকরুহ। এবং বাউন্ডারি ও মাকরুহ।বিশেষ প্রয়োজনে বিশেষ বিবেচনা হিসেবে ফুকাহায়ে কেরামগন বলেন,বিশেষ প্রয়োজনে নাম লেখা জায়েয আছে।
(ইমদাদুল আহকাম১/১৮৮)
কবরের দুই প্রান্তে চিহ্ন রাখার জন্য কি কোন গাছ লাগানো যাবে?? অথবা কবরের চারপাশে পাকা বাউন্ডারি করা কিংবা যেকোনো প্রান্তে ফলক লাগানো যাবে? উ...
কবরের দুই প্রান্তে চিহ্ন রাখার জন্য কি কোন গাছ লাগানো যাবে?

About author: mufti.emdadul-haque
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
No related post available
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 Reviews: