Best Seller Books

random/hot-posts

(১)বাংলাদেশের সময় অনুযায়ী নামাযের নিষিদ্ধ সময় কখন হবে? কোন চার্ট আছে? (২)নিষিদ্ধ সময়ে তো কুরআন মজিদ পড়া যায়, কিন্তু ঐ সময়ের মধ্যে যদি সিজদ...

নামাযের নিষিদ্ধ সময়সূচী


(১)বাংলাদেশের সময় অনুযায়ী নামাযের নিষিদ্ধ সময় কখন হবে? কোন চার্ট আছে?

(২)নিষিদ্ধ সময়ে তো কুরআন মজিদ পড়া যায়, কিন্তু ঐ সময়ের মধ্যে যদি সিজদা'র আয়াত পাওয়া যায়, তবে কি সিজদা করা যাবে?

জবাবঃ-

(১)
নামাযের সম্পর্ক সূর্য চলাচলের গতির সাথে।
তাই সারা বৎসর নামাজের জন্য একই সময় নির্ধারণ করা যাবে না।বরং ঋতু বেধে নামাযের সময় পরিবর্তিত হয়ে থাকে।

তিন সময় নামায পড়া মাকরুহে তাহরীমি।
সূর্যোদয় এবং সূর্যাস্ত ও যে সময় সূর্য ঠিক মাথা বরাবর থাকে অর্থাৎ দুপহরের সময়।

আজ শুক্রবার ২৩ডিসেম্বর নামাযের সময়সূচী হলঃ
সাহরীঃ শেষ টাইম-5:10am
ফজরঃশুরু টাইম--5:16am
সূর্যোদয়ঃ-----------6:35am
জোহরঃশুরু টাইম11:58 am
আসরঃশুরু টাইম   3:39 pm
মাগরীবঃশুরু টাইম 5:18pm
এশাঃশুরু টাইম:----6:37pm

সূর্যোদয়ের পর থেকে সতর্কতা মূলক ২৪মিনিট পর্যন্ত নামায পড়া মাকরুহ।
এবং সূর্যাস্তের পূর্বে ২৪ মিনিট নামায পড়া মাকরুহ।
আর দ-ুপহর মানে বর্তমান জোহর শুরুর পূর্বে ৬ মিনিট পর্যন্ত সময় নামায পড়া মাকরুহ।

সারা বৎসরের নামাযের ওয়াক্ত জানতে আশাকরি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত "চিরস্থায়ী নামাযের ক্যালেন্ডার " কিনে নেবেন।

(২)
নামাযের নিষিদ্ধ সময়ের পূর্বে তেলাওয়াতের কারণে যদি সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয়ে থাকে, তাহলে বর্তমান নিষিদ্ধ সময়ে সেই সেজদায়ে তেলাওয়াত আদায় করা যাবে না।
আর যদি নামাযের নিষিদ্ধ সময়ে তেলাওয়াতের কারণে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয়ে থাকে, তাহলে তখন নিষিদ্ধ ওয়াক্তেই আদায় করা যাবে।
আহসানুল ফাতাওয়া,২/১৩১;

অাল্লাহ-ই ভালো জানেন।

0 Reviews: