Best Seller Books

random/hot-posts

পাইরেটেড উইন্ডোজ, সফটওয়্যার ইউজ এর বিধান কি হবে? আমরা ত অনেকেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার কম বেশী ব্যবহার করতে অভ্যস্ত। জবাবঃ- পাইরেটেড ইউ...

পাইরেটেড উইন্ডোজ, সফটওয়্যার ইউজ এর বিধান কি হবে?

পাইরেটেড উইন্ডোজ, সফটওয়্যার ইউজ এর বিধান কি হবে? আমরা ত অনেকেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার কম বেশী ব্যবহার করতে অভ্যস্ত।

জবাবঃ-
পাইরেটেড ইউন্ডোজ সফটওয়্যার বা নকল সফটওয়্যার ব্যবহার করা কখনো বৈধ হবে না।
সহীহ বুখারী শরীফে এসেছে.......
1652:ﻗﺎﻝ ﻓﺈﻥ ﺩﻣﺎﺀﻛﻢ ﻭﺃﻣﻮﺍﻟﻜﻢ ﻭﺃﻋﺮﺍﺿﻜﻢ ﻋﻠﻴﻜﻢ ﺣﺮﺍﻡ
ﺑﺎﺏ ﺍﻟﺨﻄﺒﺔ ﺃﻳﺎﻡ ﻣﻨﻰ
তোমাদের  রক্ত, সম্পদ ও সম্ভ্রম পরস্পর তোমাদের উপর হারাম।অর্থ্যাৎঃ-কেউ কারো রক্ত, সম্পদ ও সম্ভ্রমের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে পারবে না,আঘাত করতে পারবেনা,আত্মস্বাত করতে পারবেনা।
সহীহ বুখারী-১৬৫২।
তাছাড়া নবীজী সাঃবলেনঃ
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
  " ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
ﺍﻟﻜﺘﺎﺏ : ﺗﻠﺨﻴﺺ ﺍﻟﺤﺒﻴﺮ ﻓﻲ ﺗﺨﺮﻳﺞ ﺃﺣﺎﺩﻳﺚ ﺍﻟﺮﺍﻓﻌﻲ ﺍﻟﻜﺒﻴﺮ- 1249
"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।
(তালখিসুল হাবীর-১২৪৯)
এ ছাড়া এখানে গসব বা ডাকাতি করা হচ্ছে।কেননা এটাও রাস্তার ডাকাতির মত একপ্রকার ডাকাতি।
হাম্বলী মাযহাবের বিদগ্ধা গবেষক আল্লামা তারাবলিসী রু'আইনী হাত্তাব রাহ,
"মাওয়াহিবুল জালীল ফি শরহে মুখতাসারিল খলিল"গ্রন্থে গাসবের সুস্পষ্ট ব্যখ্যা প্রদান করে বলেনঃ
ﺍﻟﻐﺼﺐ ﻓﻲ ﻟﺴﺎﻥ ﺍﻟﻌﺮﺏ : ﻣﻨﻄﻠﻖ ﻋﻠﻰ ﺃﺧﺬ ﻛﻞ ﻣﻠﻚ ﺑﻐﻴﺮ ﺭﺿﺎ ﺻﺎﺣﺒﻪ ـ ﻣﻦ ﺷﺨﺺ ﺃﻭ ﻣﺎﻝ ﺃﻭ ﻣﻨﺎﻓﻊ ـ ﻭﻛﺬﻟﻚ ﺍﻟﺘﻌﺪﻱ ﺳﺮﺍً ﺃﻭ ﺟﻬﺮﺍً، ﺃﻭ ﺍﺧﺘﻼﺳﺎً، ﺃﻭ ﺳﺮﻗﺔ، ﺃﻭ ﺟﻨﺎﻳﺔ، ﺃﻭ ﻗﻬﺮﺍً،
আরবী অভিধান অনুসারে গাসব বলা হয়,কারো সন্তুষ্টি ব্যতীত তার হক্ব বা মালিকানা সম্পত্তি যেমন ব্যক্তি অথবা মাল বা সুবিধাভোগকে  ছিনিয়ে নেওয়া।
ঠিকতেমনিভাবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, ষড়যন্ত্র মূলক বা চুরি করে অথবা অপরাধ ও জোরজবরদস্তি করে সীমালঙ্ঘন করাকে গাসব/ডাকাতি বলা হয়।
ﻏﻴﺮ ﺃﻥ ﺍﻟﻐﺼﺐ ﺍﺳﺘﻌﻤﻞ ﻓﻲ ﻋﺮﻑ ﺍﻟﻔﻘﻬﺎﺀ ﻓﻲ ﺃﺧﺬ ﺃﻋﻴﺎﻥ ﺍﻟﻤﺘﻤﻠﻜﺎﺕ ﺑﻐﻴﺮ ﺭﺿﺎ ﺃﺭﺑﺎﺑﻬﺎ ﻭﻏﻴﺮ ﻣﺎ ﻳﺠﺐ ﻋﻠﻰ ﻭﺟﻪ ﺍﻟﻘﻬﺮ ﻭﺍﻟﻐﻠﺒﺔ ﻣﻦ ﺫﻱ ﺳﻠﻄﺎﻥ ﻭﻗﻮﺓ، ﻭﺍﺳﺘﻌﻤﻞ ﺍﻟﻤﺘﻌﺪﻱ ﻋﺮﻓﺎً : ﻓﻲ ﺍﻟﺘﻌﺪﻱ ﻋﻠﻰ ﻋﻴﻨﻬﺎ ﺃﻭ ﻣﻨﺎﻓﻌﻬﺎ، ﺳﻮﺍﺀ ﻛﺎﻥ ﻟﻠﻤﺘﻌﺪﻱ ﻓﻲ ﺫﻟﻚ ﻳﺪ ﺑﻴﺪ ﺃﺭﺑﺎﺑﻬﺎ ﺃﻭ ﻟﻢ ﻳﻜﻦ ﻛﺎﻟﻘﺮﺍﺽ، ﻭﺍﻟﻮﺩﺍﺋﻊ، ﻭﺍﻹﺟﺎﺭﺓ، ﻭﺍﻟﺼﻨﺎﺋﻊ، ﻭﺍﻟﺒﻀﺎﺋﻊ، ﻭﺍﻟﻌﻮﺍﺭﻱ .
তবে গাসব ফুকাহগণের পরিভাষায়, শক্তিশালী ও সামর্থ্যবান মালিকের সন্তুষ্টি ব্যতীত তার মালিকানাধীন মূলবস্তকে জোরজবরদস্তি করে ছিনিয়ে নেওয়াকে বলা হয়ে থাকে।
উরফ বা ফেকাহবিদগণের প্রচলনে, মূলবস্তু ও সুবিধা উভয়ের ব্যপারে  গাসব শব্দ ব্যবহার হয়ে থাকে।
চায় সীমালঙ্ঘনকারীর উক্ত মালে (পূর্ব থেকে বৈধ)  কর্তৃত্ব  থাকুক বা না থাকুক।হুকুম সর্ব ক্ষেত্রে সমান হিসেবে বিবেচিত হবে।
যেমন, ঋণ,ওদিয়ত,ইত্যাদি ইত্যাদি।

সু-প্রিয় পাঠকবৃন্দ!

উপরোক্ত আলোচনা থেকে বুঝাগেল।কোনো জিনিষের সুবিধাসমূহকে বিনিময়হীন ব্যবহার
গাসবের অন্তর্ভূক্ত।
অথবা প্রশ্নে বর্ণিত পদ্ধতি চুরির অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে।পাসওয়ার্ড চুরি করে ব্যবহার করা হচ্ছে।
চুরি বলা হয় লুকিয়ে কারো কোনো কিছু নিয়ে নেওয়া।
চুরি করা জগন্যতম অপরাধ ও হারাম।
এ সম্পর্কে শুনুন আল্লাহ তা'আলার ঘোষনা।
ﻭَﺍﻟﺴَّﺎﺭِﻕُ ﻭَﺍﻟﺴَّﺎﺭِﻗَﺔُ ﻓَﺎﻗْﻄَﻌُﻮﺍْ ﺃَﻳْﺪِﻳَﻬُﻤَﺎ ﺟَﺰَﺍﺀ ﺑِﻤَﺎ ﻛَﺴَﺒَﺎ ﻧَﻜَﺎﻻً ﻣِّﻦَ ﺍﻟﻠّﻪِ ﻭَﺍﻟﻠّﻪُ ﻋَﺰِﻳﺰٌ ﺣَﻜِﻴﻢٌ
যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে। আল্লাহর পক্ষ থেকে হুশিয়ারী। আল্লাহ পরাক্রান্ত, জ্ঞানময়।
সূরা মায়েদাঃআয়াত:৩৮।
শুনুন নবীজী সাঃ এর পবিত্র বাণী।
ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﺴﺎﺭﻕ ﻳﺴﺮﻕ ﺍﻟﺒﻴﻀﺔ ﻓﺘﻘﻄﻊ ﻳﺪﻩ ﻭﻳﺴﺮﻕ ﺍﻟﺤﺒﻞ ﻓﺘﻘﻄﻊ ﻳﺪﻩ ‏) ﺍﻟﺒﺨﺎﺭﻱ ‏( ﺍﻟﺤﺪﻭﺩ 6285/
আল্লাহ তা'আলা চুরকে লা'নত প্রদাণ করেন।চুর ডিম চুরি করলে,এর সাজা স্বরুপ তার হাতকে কর্তন করা হবে।এবং রশি চুরি করলে,এর সাজা স্বরুপ তার হাতকে কর্তন করা হবে।
সহীহ বুখারী, কিতাবুল হুদুদ,৬২৮৫।
আরও শুনুন!
ﻭﺃﻳﻢ ﺍﻟﻠﻪ ﻟﻮ ﺃﻥ ﻓﺎﻃﻤﺔ ﺑﻨﺖ ﻣﺤﻤﺪ ﺳﺮﻗﺖ ﻟﻘﻄﻌﺖ ﻳﺪﻫﺎ ‏) ﺍﻟﺒﺨﺎﺭﻱ ‏( ﺃﺣﺎﺩﻳﺚ ﺍﻷﻧﺒﻴﺎﺀ 3216/
আল্লাহর শপথ! যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করে,তাহলে আমি তার হাতকে কর্তন করে দিবো।
সহীহ বুখারী, ৩২১৬।
বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে উপরোক্ত সফটওয়্যার ব্যবহার কখনো বৈধ হবেনা।
এক তথ্যমতে জানা যায় যে,সফটওয়্যার কম্পানি এ সমস্ত জালিয়াতির তথ্য জানে, এবং জানা সত্বেও এটা বন্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ করছেনা।
যদি তারা ঘোষনা দিয়ে দেয় যে,আমাদের সফটওয়্যার কেউ ব্যবহার করবেন না।তাহলে পদক্ষেপ না নেওয়া সত্বেও উক্ত সফটওয়্যার ব্যবহার বৈধ হবেনা।
তবে যদি তারা ইচ্ছা করে বাংলাদেশকে এ সুযোগ দিয়ে তাকে তাহলে এই সফটওয়্যার ব্যবহার করা বৈধ হবে।এতে কোনো সন্দেহ নেই।
আল্লাহ-ই ভালো জানেন।

0 Reviews: